Tawfique Ehsan
01944000020
তৌফিক এহ্সোন, পিতা মৃত: প্রফেসার মীর জাহান, তিনি ঢাকার নিউ মার্কেট থানার এলিফ্যান্ট রোডের সম্মানিত একজন নিবাসী। তাহার পিতা হার্ভাড ইউনিভার্সিটির (ইউএসএ) প্রাক্তণ প্রফেসার এবং ১৯৪৭ সালে কলকাতা ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন। এছাড়াও রাজশাহী সরকারী
কলেজের প্রাক্তণ অধ্যক্ষ, টাঙ্গাইল করটিয়া কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যাপনা করেন। তাহারা ছয় ভাইয়ের মধ্যে পাঁচ ভাই-ই মুক্তিযোদ্ধা ছিলেন। তাহার বড় ভাই একজন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সাংসদ, মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ লিবারেশন ফোর্স বিএলএফ (মুজিব বাহিনী) ঢাকা জেলা কমান্ডার ছিলেন। অপর এক বড় ভাই এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ক্যান্সার স্পেশালিষ্ট এবং বাংলাদেশ এটমিক এনার্জির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। অন্যান্য ভাইয়েরা যারা নিজ নিজ কর্মস্থলে সম্মানিত ও প্রতিষ্ঠিত ছিলেন।
ছাত্র জীবন থেকেই তিনি (তৌফিক এহ্সোন) ছাত্র রাজনীতির সঙ্গে য্ক্তু ছিলেন। মহান মুক্তিযুদ্ধের সময় ছাত্র থাকাবস্থায়ই দেশ মাতৃকার টানে মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করেন। পরবর্তীতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রাক্তণ সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঢাকা জেলা কমান্ডার ছিলেন।
বর্তমানে তিনি বিভিন্ন ধরনের ব্যবসায়ী সংগঠণ, সামাজিক কর্মকান্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন।
যার মধ্যে উল্লেখ্যযোগ্য-
=) সভাপতি, ঢাকা মহানগর দোকান মালিক সমিতি
=) সভাপতি, বৃহত্তর এলিফ্যান্ট রোড দোকান মালিক সমিতি
=) সভাপতি, বৃহত্তর মিরপুর রোড দোকান মালিক সমিতি
=) সভাপতি, সেক্টর কমান্ডার ফোরাম-৭১, নিউমার্কেট থানা
=) সভাপতি, নিউমার্কেট থানা কমিউনিটি পুলিশিং কমিটি
=) সভাপতি, The Largest IT Market in Bangladesh. কম্পিউটার সিটি সেন্টার
=) সাবেক যুগ্ম মহাসচিব, বাংলাদেশ দোকান মালিক সমিতি
=) সাবেক সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল
=) সাবেক ঢাকা জেলা কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ।